ব্রিফিং নয়, আগামীকাল থেকে স্বাস্থ্য বুলেটিন
করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আর অনলাইন ব্রিফিং করবে না। ব্রিফিংয়ের পরবর্তীতে অনলাইনে স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করবে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই কথা বলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ।
ডা.আবুল কালাম আজাদ বলেন, আমরা নীতিনির্ধারক মহল ও সংবাদ মাধ্যমের লোকজনের সঙ্গে আলোচনা করে একটি বিষয় ঠিক করেছি। সেটি হল আগামীকাল (বুধবার) থেকে আমরা আর অনলাইন ব্রিফিং করব না। আগামীকাল থেকে আমরা অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করব।
সেই বুলেটিনে আমরা করোনা পরিস্থিতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা উপস্থাপন করব। আর বিস্তারিত তথ্য আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাব।
তিনি আরও বলেন, আগামীকাল (বুধবার) থেকে বুলেটিনটি আমরা দুপুর দুইটার পরিবর্তে আড়াই টায় শুরু করব।
এ সময় তিনি নতুন সময়সূচির বিষয়টি সকলকে জানিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেকে অপেক্ষা করে থাকেন আমাদের ব্রিফিংয়ের জন্য। তাই গণমাধ্যমসহ সবাইকে অনুরোধ করব প্রচার মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন সময়সূচিটি জানিয়ে দেওয়ার জন্য।