বরিশালে ৯ বাড়ি লকডাউন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশালের দুই উপজেলায় ৯টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন ৷ উজিরপুরে পাঁচ বাড়ি ও বাকেরগঞ্জ উপজেলায় চার বাড়িসহ মোট নয় বাড়ি এ লকডাউনের আওতায় রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বাকেরগঞ্জ উপজেলায় পাদ্রিশিবপুর ইউনিয়নে করোনা আক্রান্ত সন্দেহে ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরের ছোট রঘুনাথপুরে ৪৭ বছর বয়সী এক নারী করোনার উপসর্গ নিয়ে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের স্মরণাপন্ন হন। পরে তারা ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান ।

এছাড়াও ওই নারীর করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। এরপরই ছোট রঘুনাথপুরে সতর্কতার জন্য ওই নারীর বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করেছে বাকেরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাধবী রায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।

এর আগে সোমবার (৬ এপ্রিল) রাতে উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৬০ বছরের এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়ায় তার পাশাপাশি ৫টি বাড়ি লকডাউন করা হয়।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।