গোবিন্দগঞ্জে ন্যায্য মূল্যের ২১ বস্তা চাল উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

জেলার মানচিত্র

জেলার মানচিত্র

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ন্যায্য মূল্যের ২১ বস্তা চাল পৃথক দুইটি স্থান থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার ফুলপুকুরিয়া বাজার থেকে ১৫ বস্তা এবং কিন্ডার গার্টেন স্কুলের পশ্চিম পাশে ৬ বস্তাসহ মোট ২১ বস্তা চাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার ফুলপুকুরিয়া বাজারের রজাগপুর গ্রামের সামাদ প্রফেসরের গরুর খামারের পশ্চিম পাশে ১৫ বস্তা এবং ফুলপুকুরিয়া কিন্ডার গার্টেন স্কুলের পশ্চিম পাশে ৬ বস্তা ন্যায্য মূল্যের চাল পরিত্যক্ত
অবস্থায় পাওয়া যায়। পরে থানা পুলিশে খবর দেওয়া হলে এসব চালের বস্তাগুলো উদ্ধার করেন তারা।

গোবিন্দগঞ্জ খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার জানান, ফুলপুকুরিয়া বাজারে ন্যায্য মূল্যে চাল বিক্রির ডিলার মানিক মিয়ার গো-ডাউনে গিয়ে হিসেব অনুযায়ী সঠিক চাল পাওয়া গেছে। তবে চালগুলো কোথা থেকে আসলো এ বিষয়ে জানা নেই।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বার্তা২৪.কমকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৃথকস্থান থেকে ২১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।