কক্সবাজার লকডাউন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজার লকডাউন

কক্সবাজার লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। এই জেলায় এখন থেকে সকল প্রকার আসা-যাওয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে ও এ জেলার মানুষকে নিরাপদে রাখতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে এ জেলায় সকল প্রকার আসা-যাওয়ায় নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, যদি কেউ এ আদেশ অমান্য করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স বা জরুরি প্রয়োজনে যাতায়াতের সুযোগ থাকবে।

বিজ্ঞাপন