গাইবান্ধায় হাটবাজারে অভিযান, ২৫ মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের আদেশ অমান্য করায় গাইবান্ধায় হাটবাজারে ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। একই সঙ্গে ২৯ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গাইবান্ধার পলাশবাড়ী, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে বিনা প্রয়োজনে বাজারে ঘুরে বেড়ানো, নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখা এবং বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে মামলা ও অর্থদণ্ড দেওয়া হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বার্তা২৪.কমকে বলেন, করোনা পরিস্থিতিতে হাটবাজারে এমন অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন