আবারও সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা
আবারও মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা অবস্থান করছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়ার ইউপি সদস্য সুলতান আহমদ বার্তা২৪.কমকে বলেন, রাতে সীমান্তে দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার পক্ষে তাদের জানানো হয় বেশ কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টা চালাতে পারে। এমন খবর পেয়ে এলাকায় কয়েকটি মসজিদে মাইকিং করে সতর্ক করা হয়েছে।
এলাকার কিছু মানুষজন নিয়ে সীমান্তের পাইশাখ্যালিতে অবস্থান করছেন জানিয়ে তিনি আরও বলেন, ওপারের প্যারাবনের ভেতরে বেশকিছু মানুষের গুঞ্জন শোনা যাচ্ছে। কিছুটা নিশ্চিত হওয়া গেছে নবী হোসেন নামক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। তবে আমরা সতর্ক অবস্থানে আছি। করোনাভাইরাসের সংকটের সময় নতুন করে কোনো রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না। এমনও শোনা যাচ্ছে তাদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত রয়েছেন।
তবে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বার্তা ২৪.কমকে বলেন, এখন পর্যন্ত কেউ অনুপ্রবেশের চেষ্টা করেনি। আমরা টহল বাড়িয়েছে। সীমান্তে জনবলও বৃদ্ধি করেছি।
উল্লেখ্য, উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে ২০১৭ সালে ২৫ আগস্টের পর দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তারা এখন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন। বর্তমানে কক্সবাজারের ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।