ঝিনাইদহে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ফার্মেসিতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

ফার্মেসিতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহে ৩টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২টি ফার্মেসি মালিককে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, নকল ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ সময় ক্যাসেল ব্রিজ এলাকার বাধন ফার্মেসি, আরাপপুরের আসাদ ফার্মেসি ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ও নিষিদ্ধ কোম্পানির ওষুধ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে নিষিদ্ধ কোম্পানির ওষুধ রাখায় বাধন ফার্মেসিকে ১ লাখ টাকা, নকল ওষুধ রাখায় আসাদ ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। আর মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসিকে সিলগালা করা হয়।

এর আগে রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়ক ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে নকল ও সরকারি বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।