গাংনীতে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ নিহত, আহত স্বামী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাংনীতে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ নিহত

গাংনীতে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামে দুর্বৃত্তদের হামলায় চম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চম্পার স্বামী জুয়েল রানা (২৪)।

বুধবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। জুয়েল রানা দিনমজুর শ্রমিক। তিনি পূর্বমালসাদহ গ্রামের ইটভাটা শ্রমিক ছমির উদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

জুয়েল রানার বাবা ছমির উদ্দীন জানান, রাত দেড়টার দিকে জুয়েল রানা ঘরের বাইরে টয়লেটে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলায় চালিয়ে মারধর ও মাথায় কোপ দেয়। স্ত্রী চম্পা খাতুন ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় জুয়েলের ঘর থেকে লক্ষাধিক টাকা
সোনার গয়না লুটে নেয় বলে দাবি করেন ছমির উদ্দীন।

গাংনী হাসপাতালে ভর্তি আহত জুয়েল রানা বলেন, ‘টয়লেটে গেলে ১০-১২ জন সন্ত্রাসী আমাকে আক্রমণ করে মারধর করতে থাকে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে তখন কি হয়েছে তা আমার মনে নেই।’

বিজ্ঞাপন

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়টি রাত থেকেই তদন্ত করছে পুলিশ। আহত স্বামী গাংনী হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।’