বৈশাখী ঝড়ে অন্ধকার সকাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে বৈশাখী ঝড়ে অন্ধকার সকাল

রংপুরে বৈশাখী ঝড়ে অন্ধকার সকাল

করোনাক্রান্তিতে বৈশাখী ঝড় হানা দিয়েছে রংপুরে। বাংলা নতুন বছরের দ্বিতীয় দিনে রংপুরের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ো হাওয়ার সাথে নামে বৃষ্টি। এতে সকালের আকাশ ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর দমকা হাওয়ার সাথে শুরু হয় ঝড়ের বেগ। সঙ্গে সঙ্গে কালো মেঘ থেকে নামে বৃষ্টি।

বিজ্ঞাপন
করোনাক্রান্তিতে বৈশাখী ঝড় হানা দিয়েছে রংপুরে

ঝড়-বৃষ্টিতে গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৈশাখের ভ্যাপসা গরম দমকা হাওয়ায় হারিয়ে যায়। ক্ষণিকের মধ্যেই ঝড় আর হিম বাতাসে শীতল হয়ে যায় প্রকৃতি।

সকাল থেকেই রংপুর মহানগরসহ জেলার পীরগাছা, বদরগঞ্জ, মিঠাপুকুর, কাউনিয়া, গঙ্গাচড়া, তারাগঞ্জ, পীরগঞ্জ উপজেলার আশপাশেও থেমে থেমে দমকা বাতাসসহ বৃষ্টি নামে। এতে বিভিন্ন এলাকাতে ছোট গাছগাছালিসহ বেশ কিছু ঘর ভেঙে পড়েছে।

বিজ্ঞাপন
সকালের আকাশ ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়

এই বৈশাখী ঝড়ের বেগ প্রকৃতির ধুলো ময়লা উড়িয়ে দিলেও কেড়ে নিয়েছে আমের গুটি। জমির ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ প্রতিবেদন লেখার সময়েও (সকাল সাড়ে ১১টা পর্যন্ত) বৃষ্টি ঝরছিল বলে জানা গেছে।

বৈশাখী ঝড়ের বেগ প্রকৃতির ধুলো ময়লা উড়িয়ে দিলেও কেড়ে নিয়েছে আমের গুটি

এদিকে রংপুরের আবহাওয়া, রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগারের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৬৭ কিলোমিটার। সকাল সাড়ে এগারোটা পর‌্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২০ এপ্রিল পর‌্যন্ত রংপুরসহ আশপাশের জেলাগুলোতে এরকম দমকা বাতাসসহ ঝড় বয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।