আশুলিয়ায় দেয়াল চাপায় রিকশা চালকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

মৃতের পরিবারের স্বজনরা আহাজারি করছে।

মৃতের পরিবারের স্বজনরা আহাজারি করছে।

আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে সাব্বির হোসেন (২০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল হাসান।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার গিয়াস উদ্দিনের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

মৃত সাব্বির শেরপুর জেলা সদর থানার সামির উদ্দিনের ছেলে। তিনি পশ্চিম ডেন্ডাবর এলাকায় একটি বাসায় ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ওই এলাকার নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন সাব্বির। হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়া শুরু হয়। ঝড়ের বাতাসে ওই ভবনের ৫ তলার একটি দেয়াল ধসে পড়লে সাব্বির চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার পর থেকে নির্মাণাধীন বাড়ির মালিকসহ তার পরিবারের সব সদস্য পলাতক রয়েছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক মো. রকিবুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।