ব্রাহ্মণবাড়িয়ায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি
লকডাউন উপেক্ষা করে মাওলানা আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় হাজার হাজার মানুষের অংশ নেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
রোববার (১৯ এপ্রিল) বিকালে তদন্ত কমিটির তিন সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় এসে তদন্ত কাজ শুরু করেছেন। পরে সন্ধ্যায় জেলার সরাইল উপজেলার বেড়তলা জামিয়া রহমানিয়া মাদরাসায় গিয়ে আশপাশের লোকজনের সাথে কথা বলেন তদন্ত কর্মকর্তারা।
এসময় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ কুমার দেব এবং ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেন জানান, তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। এত তাড়াতাড়ি কিভাবে এত লোক সমাগম হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাবাসীর সাথে কথা বলা হচ্ছে । ২২ এপ্রিলের মধ্যে তদন্তকাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে লকডাউন উপেক্ষা করে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাযায় হাজার হাজার মানুষের অংশ নেয়ার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে এই তদন্ত কমিটি ঘটনা করা হয়। এই ঘটনায় ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন ও পরিদর্শক (তদন্ত) নূরুল হককে প্রত্যাহার করা হয়েছে।