নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল (৩৮) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লস্করদী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহম্পতিবার (২৩ এপ্রিল) সকালে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ মহদেহ উদ্ধার করে।
নিহত ডাকাত জুয়েল স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশাদুর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে লস্করদী গ্রামের কাদির নামে এক ব্যক্তির বাড়িতে ১২/১৩ জনের ডাকাত দল হানা দেয়।
এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাতদের ধাওয়া করেন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে যান জুয়েল। পরে গ্রামবাসী জুয়েলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নিহত জুয়েলের বিরুদ্ধে থানায় ধর্ষণ, হত্যাচেষ্টাসহ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে ‘ইসলামিক গান’ গাওয়া নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছে। নগরীর জেএমসেন হলের পূজা মণ্ডপে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি ইসলামিক গানের দল ওই গান পরিবেশন করে। সেই গানের ভিডিও পরে ফেসবুকে অনেকে শেয়ার করেন।
পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি ওই পূজা মণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাঁরা ওই সংগঠনটিকে জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করছেন। যদিও জামায়াত জানিয়েছে, তারা এই গান করার বিষয়ে কিছুই জানেন না, গানের দলটিও তাদের কোনো অঙ্গ সংগঠন নয়।
প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ওই গানের দলের ছয় সদস্য গান পরিবেশন করতে মঞ্চে ওঠে। সংগঠনটি শাহ্ আবদুল করিমের লেখা বিখ্যাত গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’-শীর্ষক গান দুটি পরিবেশন করে। এর মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান-গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানতে চাইলে চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল বলেন, ‘আমাদের যুগ্ম সম্পাদক সজল দত্তের অনুমতি নিয়ে ওই গানের দলটি পূজা মণ্ডপে এসে গান পরিবেশ করেছে বলে জেনেছি। তবে ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।’ সংগঠনটি জামায়াতের কিনা এমন প্রশ্নে হিল্লোল সেন উজ্জ্বল বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই।’
চট্টগ্রাম কালচারাল একাডেমি-র সভাপতি সেলিম জামানও দাবি করেছেন পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই তাদের একটি দল পূজা মণ্ডপে গান করতে গিয়েছিল। তিনি বলেন, ‘পূজা উদযাপন পরিষদের সজল বাবু আমাদের দাওয়াত দিয়েছিলেন। তিনি ফোন করে বলেন ‘‘আপনারা একটু আসেন। আপনাদের একটু ফ্লোর (সুযোগ) দেব। কিছু দেশাত্মবোধাক গান গাইবেন।’’ সে আমন্ত্রণে গিয়ে আমাদের দলটি দুটি সম্প্রীতির গান করে। কিন্তু এটি নিয়ে একটা পক্ষ প্রচারণা চালাচ্ছে ষড়যন্ত্র করতেই আমরা গান করতে গিয়েছি। আমরা তো জোরপূর্বক কিছুই করিনি। দাওয়াত পেয়েই গিয়েছিলাম।’
চট্টগ্রাম কালচারাল একাডেমি জামায়াতের কোনো গানের দল কিনা এমন প্রশ্নে সেলিম জামান বলেন, ‘এটি জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠন নয়। শুদ্ধ সাংস্কৃতিক চর্চার উদ্দেশে ২০১৫ সালে আমাদের গানের দলটি প্রতিষ্ঠিত হয়।’
তবে এই বিষয়ে সজল দত্তের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
এদিকে গানের দলটির সঙ্গে জামায়াতকে জড়িয়ে ফেসবুকে অনেকে লেখালেখি করলে এই বিষয়ে সংগঠনটি তাঁদের বক্তব্য স্পষ্ট করে।
মহানগর জামায়াতের নায়েবে আমীর আ জ ম ওবায়েদুল্লাহ এই বিষয়ে বলেন, ‘এই গানের দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। গান করার সময় জামায়াতের কেউও অনুষ্ঠানস্থলে ছিলেন না।’
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের মূল বার্তা, জিরো টলারেন্স টু করাপশন। দুর্নীতির মাত্রাকে শূন্যের পর্যায়ে নিয়ে আসা, মূল উৎপাটন করা সরকারের অন্যতম টার্গেট। আপনার অধীন বা আওতায় কেউ যদি দুর্নীতি করে তার দায়ভার আপনার উপরেও অনেকটা বর্তায় ‘
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, আমরা সরকারি কর্মচারী জনগণের সেবক, বিশেষ পরিস্থিতিতে ২৪ ঘণ্টা সেবা দিতে বাধ্য। জনগণ যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কাজকে মেনে নেয়া নয়, মনে নিতে হবে। জনগণের চাওয়াকে মনে প্রাণে ধারণ করতে হবে। নিয়মিত অফিসে না আসা, দুর্ব্যবহার করা, সেবাগ্রহীতাকে সঠিকভাবে সেবা না দেয়া, এসব দুর্নীতির শামিল।
তিনি আরও বলেন, আপনার প্রতিষ্ঠানের সংস্কার আপনার মাধ্যমেই আসতে হবে, আপনাকেই করতে হবে। দায়িত্বশীলতার সাথে কাজগুলো করতে হবে। অতীতের মত দুর্নীতির গ্রাসে দেশ যেন তলিয়ে না যায়। কেন্দ্রীয়ভাবে ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলো তার সর্বোচ্চটা দিয়ে কাজ করছে। মাঠ পর্যায়ে আপনাদের নিজেদেরই সংস্কারে নামতে হবে। সরকারের পক্ষ থেকে সে আহ্বান জানাচ্ছি।
সভায় অন্যান্যের মাঝে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এটি চুরির ঘটনা ঘটে।
এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেছে একটি যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়িতে যান। এসময় মন্দির প্রাঙ্গণে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।
সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, দুপুরে একটি অন্নপ্রাশনের পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য পাশের টিউবওয়েলের কাছে যাই। পরে সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে সেটি জানাই।
এ বিষয়ে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় জড়িতকে ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।
ঝালকাঠির কাঁঠালিয়ায় সালমা আক্তার (২৫) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজার সংলগ্ন খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার হয়। উদ্ধারকৃত সালমা আক্তার আওরাবুনিয়ার চোদ্দ বালিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে।
উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজারে মা বিলকিস বেগমের সাথে বাজার করতে যায় সালমা আক্তার। বাজার শেষে বাড়ির ফেরার পথে ব্রীজ পারাপারের সময় দুটি ইজিবাইক ব্রীজে উঠলে পাশ কাটিয়ে যাওয়ার সময় ব্রীজের পাশের রেলিং উঠার চেষ্টা করে সালমা। এসময় পা পিছলে খালে পড়ে নিখোঁজ হন তিনি। পরে গতকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুজি করেও উদ্ধার করতে পারেনি।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিজ সংলগ্ন খালে তার লাশ ভেসে ওঠে।