বগুড়ায় বালু বহনকারী ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম,বগুড়া।
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় বালু বহনকারী ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত

বগুড়ায় বালু বহনকারী ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত

বগুড়ার সোনাতলায় যমুনার চরে অবৈধ বালু বহনকারী ট্রলির চাপায় আব্দুর রহিম স্বাধীন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪ টায় সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় যমুনার চরে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত স্বাধীন পার্শ্ববর্তী মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী তালতলা গ্রামের ভ্যান চালক অজিবর প্রধানের ছেলে।

জানা গেছে, স্বাধীন তার বন্ধুদের সাথে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে যমুনার চরে ক্রিকেট খেলতে যায়। ফেরার পথে যমুনার চরে  বালু বহনকারী ট্রলিতে চালকের পাশে বসেছিল। কিছুদূর আসার পর স্বাধীন ট্রলি থেকে  নীচে পড়ে যায়। এ সময় ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সোনাতলা থানার উপ-পরিদর্শক(এস আই) সোহেল রানা বার্তা২৪.কমকে বলেন, দুর্ঘটনার পর পরই মরদেহ স্বজনেরা নিয়ে গেছে।ট্রলি চালক পালিয়ে গেছে।তাকে ধরতে অভিযান চলছে।