ভাতে বিষ মিশিয়ে অর্ধশতাধিক বুলবুলি হত্যা!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

মৃত বুলবুলি পাখি

মৃত বুলবুলি পাখি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে অর্ধশতাধিক মৃত বুলবুলি পাখি পাওয়া গেছে। রাতের কোনো এক সময় পাখিগুলো বিষ মেশানো ভাত খেয়ে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মৃত পাখিগুলোর কয়েকটির ময়না তদন্ত করার পর এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পাখিগুলো খাবারের সন্ধানে এ সময় গৃহস্থের বাড়িতে যায়। ধারণা করছি, কোনো এক বাড়িতে পেতে রাখা বিষ মেশানো ভাত খেয়েছিল পাখিরা।’

উজ্জ্বল কুমার আরও বলেন, ‘মারা যাওয়া কয়েকটি পাখিকে এনে ময়না তদন্তের পর তাদের খাদ্য নালীতে নীল রঙয়ের বিষ মেশানো ভাত পাওয়া গেছে। যারা বা যে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা বা সে অমানবিক ও অন্যায় কাজ করেছে।’

বিজ্ঞাপন