নদী থেকে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আপেল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেংকান্দা এলাকার ধরলা নদীর পাড়ে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু তুলছিলেন।
দণ্ডপ্রাপ্ত আপেল মাহমুদ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার বানিয়াপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে ।
পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে রাবার ড্যামের পাশে বেংকান্দা এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে বালু তোলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান ও পাটগ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ওই সময় ৩টি বালুসহ ট্রলি আটক করে, আপেল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান বলেন, ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে জরিমানা করা হয়। তাছাড়াও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত প্রচার-প্রচারণা করা হচ্ছে। যারা আইন মানছেন না তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।