রাসিক মেয়রের তহবিলে সুরক্ষা সামগ্রী দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

মেয়রের তহবিলে সরঞ্জামাদি তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিনিধি

মেয়রের তহবিলে সরঞ্জামাদি তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিনিধি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ত্রাণ তহবিলে সুরক্ষা সরঞ্জামাদি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে নগর ভবনে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মেয়রের কাছে সুরক্ষা সরঞ্জামাদি হস্তান্তর করেন বারিন্দ মেডিকেল কলেজের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বারিক। উদ্ভূত পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান মেয়র।

বিজ্ঞাপন

প্রদেয় সরঞ্জামাদির মধ্যে রয়েছে- ৫০টি পিপিই, ৯৫টি এন-৯৫ মাস্ক, ৩০টি আই প্রোটেকটিভ গ্লাস, ১০টি ইনফ্লারেড থার্মোমেস্টস ও ১০০টি সিল্ড।

এক মাসের বেতন তুলে দেন সহকারি প্রকৌশলী

এদিকে, মেয়রের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক মাসের পুরো বেতনের টাকা তুলে দিয়েছেন সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান। উদ্ভূত পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাকেও আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্নআয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি করপোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।