খুলনায় নার্স, নৈশপ্রহরী ও পরিচ্ছন্নকর্মী করোনা পজেটিভ
খুলনায় নতুন করে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা পেশায় নার্স, নৈশপ্রহরী ও পরিচ্ছন্ন কর্মী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৬৮টি নমুনা টেস্ট হয়েছে। যার মধ্যে তিন জনের নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসছে। এরা হলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স, তিনি করোনা হাসপাতালে কর্মরত ছিলেন। রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতা কর্মী ও নাইট গার্ড। এই নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২। যার মধ্যে একজন সুস্থ হয়েছেন। একজন মারা গেছেন।
খুলনা মেডিকেল কলেজের করোনা বিষয়ক মুখপাত্র ও আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, আজ খুমেকের পিসিআর ল্যাবে ৬৮টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে তিন জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তারা তিন জনই করোনায় আক্রান্ত রোগীদের সেবায় কোন না কোন ভাবে ভূমিকা রেখেছেন।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তাই হাসপাতালের ৪র্থ শ্রেণির কোয়ার্টার (২) লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকলকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।