ঠাকুরগাঁওয়ে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় রুহুল আমিন (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের (পিপিএম-সেবা) নেতৃত্বে র্যাবর একটি অপারেশনাল দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া মাদকদ্রব্য বিক্রির নগদ ২৬ হাজার ১৯০ টাকা, একটি মোবাইল সেট জব্দ করা হয়। এ সময় র্যাব মাদক ব্যবসায়ী মো. রুহুল আমিনকে আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুহুল আমিন পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দীর্ঘদিন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।