রাজধানীতে হিযবুত তাহরীর এক সদস্য আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি দল বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরর সক্রিয় সদস্য এইচ এম সানাউল্লাহ সবুজকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এইচ এম সানাউল্লাহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। তার কাছ থেকে হিযবুত তাহরীর লিফলেট, বিজ্ঞপ্তি, হিযবুত তাহরীর সম্বন্ধীয় লেখা এবং মতবাদ ও বই এর সফট কপি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, এইচ এম সানাউল্লাহ সবুজ (৩৩) পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সে ছাত্র জীবন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সাথে জড়িত। ২০১৭ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় পুলিশ কর্তৃক গ্রেফতার হন। পরবর্তীতে জেল থেকে বের হয়ে পুনরায় সে সাংগঠনিক কার্যক্রমে তৎপর হয়ে উঠে।