শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশের পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন ‘শ্রমিক কল্যাণ ফান্ড’। এর কার্যক্রম রয়েছে দেশজুড়ে। শ্রমিকদের সুরক্ষার জন্য এই সংগঠনের নামে বিভিন্ন যানবাহন থেকে প্রতিদিন আদায় করা হয় বড় অংকের চাঁদা। অথচ চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবহন শ্রমিকরা দেখা পাচ্ছেন না এই টাকার।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) দুপুরে লালমনিরহাট বাস টার্মিনাল সংলগ্ন লালমনিরহাট-বুড়িমারি মহাসড়কে ফান্ডের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে কর্মহীন পরিবহন শ্রমিকরা। এসময় কয়েক শতাধিক পরিবহন শ্রমিক এ কর্মসূচীতে অংশ নেয়।

বিজ্ঞাপন

শ্রমিকরা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। শ্রমিকদের সুরক্ষার জন্য সংগঠনটির কাছে কোটি কোটি টাকা থাকার পরেও ‘শ্রমিক কল্যাণ ফান্ড’ এর টাকা কিংবা সহযোগিতা তারা পাচ্ছে না।

বাস চালক বাপ্পি ও শামীম মানববন্ধন কর্মসূচীতে বলেন, 'বাসসহ সব ধরণের যানবাহন বন্ধ হওয়ায় আমারা কর্মহীন হয়ে পড়েছি। সরকারিভাবে সামান্য কিছু ত্রাণ পেয়েছি। সেটি দিয়ে কতদিন চলতে পারে। কোটি কোটি টাকা থাকার পরেও ‘শ্রমিক কল্যাণ ফান্ড’ এর নেতারা বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি ও জমি কিনেছেন। কিন্তু এই দু:সময়ে আমাদের ফান্ডের টাকা দিয়ে কোন সহায়তা করছেন না। নেতারা বলছেন ফান্ডে টাকা নেই। তাহলে কি আমরা মরে যাবো'।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শ্রমিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম বুলবুল জানান, এ জেলায় নিবন্ধিত শ্রমিক রয়েছেন ৭০৬ জন। এর বাহিরে কয়েক হাজার শ্রমিক আছে। ‘শ্রমিক কল্যাণ ফান্ড’ এর টাকা দিয়ে নিবন্ধিত দু:স্থ শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।