ডিমলায় বাজারে আগুন, ২৫ দোকান পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

নীলফামারী জেলার ডিমলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১ মে) রাত ৩টায় ডিমলা উপজেলার চাপানী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ করে বাজারে আগুন জ্বলে উ‌ঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের মু‌দি, ঔষধ, হার্ডওয়ার, জুয়েলারি ও কম্পিউটার দোকানসহ ২৫টি দোকান পুড়ে যায়। পরে জলঢাকা ও ডিমলা ফায়ার সা‌র্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার থে‌কে আগু‌নের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান জানান, 'খবর পেয়ে জলঢাকা ও ডিমলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা দাবি করেছেন।’

বিজ্ঞাপন