করোনার মধ্যে ‘কৌন বানেগা ক্রোড়পতি ১২’র ঘোষণা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

করোনাভাইরাসের কারণে বর্তমানে বন্ধ রাখা হয়েছে সকল শুটিংয়ের কাজ। এরইমধ্যে ঘোষণা আসলো শিগগিরই শুরু হতে যাচ্ছে গেম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১২তম আসর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করে এই ঘোষণা দিয়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক অমিতাভ বচ্চন।

ভিডিওটিতে অমিতাভ বচ্চন বলেন, ‘জি শিগগিরই ফিরে আসছে এটি।’

বিজ্ঞাপন

একই বিষয়ে সনি এন্টারটেইনমেন্ট তাদের টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছে। যেখানে লেখা হয়েছে- “সবকিছুর ব্রেক প্রয়োজন হলেও স্বপ্নের কোন ব্রেক দরকার হয় না। আপনাদের স্বপ্নকে উড়ান দিতে স্যার বচ্চন আবার হাজির হতে যাচ্ছেন ‘কৌন বানেগা ক্রোড়পতি’ নিয়ে। ৯ মে রাত ৯টা থেকে শুরু হতে যাচ্ছে রেজিস্ট্রেশন।”

ভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি, কুইজ শোটির নতুন মৌসুমের পুরো বাছাই প্রক্রিয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। এজন্য রেজিস্ট্রেশন প্রোমো নির্মাণ করেছেন ‘দঙ্গল’ ছবির পরিচালক নিতেশ তিওয়ারি। এর মাধ্যমে হটসিটে বসতে আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছেন অমিতাভ।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ‘কেবিসি’ ১১টি মৌসুম অতিক্রম করেছে। এর মধ্যে কেবল একবার শাহরুখ খান সঞ্চালক ছিলেন। বাকি ১০বারই অমিতাভকে দেখা গেছে হটসিটে।