৯৯৯-এ কল, সাগরে ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ডুবতে থাকা একটি জাহাজ থেকে ১১ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ।

বুধবার (৬ মে) বুধবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদরদফতর ও ৯৯৯ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ এক কলার ফোন করে জানান, নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে  বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনার সংস্থলে তাদের ‘আল নূর-২’ নামের জাহাজটির তলা দিয়ে পানি ঢুকছে। এতে জাহাজটি ক্রমশ ডুবে যাচ্ছে। জাহাজে ১১ জন নাবিক আছেন।

কলার আরও জানান, জাহাজটি নিয়ে তারা চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কলার তাদের জীবন বাঁচানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

বিজ্ঞাপন

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি ভাসানচর পুলিশ ফাঁড়ি, চট্টগ্রাম নৌ-পুলিশ এবং কোস্টগার্ডের হাতিয়া অঞ্চলকে অবহিত করে উদ্ধার তৎপরতার জন্য শুরু করার জন্য অনুরোধ জানানো হয়।

দুর্ঘটনাস্থলটি বঙ্গোপসাগরে ভেতরে হওয়ায় কোস্টগার্ডের হাতিয়া অঞ্চলের একটি দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

পরবর্তীতে কোস্টগার্ড ও সংশ্লিষ্টদের উদ্ধার তৎপরতায় ১১ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

জাহাজটি ডুবে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।