আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুমায়ুন আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হুমায়ুন আলী কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত আহমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি মেম্বার আনসার ও দুলাল ব্যাপারীর বিরোধ চলে আসছিলো। বুধবার রাতে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুলাল ব্যাপারীর সমর্থক হুমায়ুন আলীকে আনসার মেম্বারের সমর্থকরা কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।