সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্তঃসত্ত্বা ও ২ শিশু নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে একটি পাঁচতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দু’টি শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে৷

শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ড উইলসন কবরস্থান রোডের দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

বিজ্ঞাপন

নিহতরা হলেন-বিস্ফোরিত ভবনের নিচতলার বাসিন্দা খোরশেদ আলমের দুই ছেলে মাসনুন (১২) ও জিসান (৮) এবং পাশের বাড়ির হুমায়ূন কবিরের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাবনী আক্তার (৩০)৷

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি, ছবি: বার্তা২৪.কম

এতে আহত হন আরও পাঁচজন৷ তারা হলেন, নিহত নারীর মেয়ে নাবিলা, তামান্না, শহীদ, রেকমত শেখ ও রুবেল৷

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানা, সকাল ৬টার দিকে বন্দরের উইলসন রোডের রফিকুল ইসলামের পাঁচতলা ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণে বাড়িটির নিচতলা, চারতলা এবং পাশের একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে নিচতলার ঘরে ঘুমন্ত দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়। আর ওই বাড়ির পাঁচজন ও পাশের বাড়ির অন্তঃসত্ত্বা লাবনী আহত হন। গুরুতর অবস্থায় লাবনীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি, ছবি: বার্তা২৪.কম

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।