ঝালকাঠি কারাগার থেকে ৬ আসামির মুক্তি
বিশেষ সাধারণ ক্ষমায় ঝালকাঠি কারাগার থেকে লঘুদণ্ডে দণ্ডিত ৬ আসামি মুক্তি পেয়েছেন।
শনিবার (৯ মে) দুপুরে ঝালকাঠি কারাগার সূত্রে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মুক্তিপ্রাপ্তরা হলেন, ঝালকাঠি জেলা শহরের কিস্তাকাঠির মোঃ নয়ন (২৭), কলেজ মোড় এলাকার রনজিৎ কংশবনিক (৩৭),আমতলা সড়কের কুকন সিংহ (৩২), কাঠালিয়া উপজেলার সোহাগ মুন্সি (২৫), সান্টু খান (৪৫) ও নলছিটি উপজেলার তারেক হাওলাদার (২৮)।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল করোনার বিস্তার রোধে ঝালকাঠি কারাগার থেকে লঘুদণ্ডে দণ্ডিত ৯ জন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির সুপারিশের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়৷
এরপর ৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আদেশে তাদেরকে মুক্তি দেয়া হয়৷
মুক্তির বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে ঝালকাঠি কারাগারের জেল সুপার শফিকুল আলম জানান, রাষ্ট্রপতির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব সারমিন আক্তার স্বাক্ষরিত আদেশে লঘুদণ্ডে দণ্ডিত এই ৬ সাজাপ্রাপ্ত আসামি মুক্তি পেয়েছেন।
এরমধ্যে ঝালকাঠি জেলা শহরের কিস্তাকাঠির মোঃ নয়ন, কাঠালিয়া উপজেলার সোহাগ মুন্সি, সান্টু খান ও নলছিটি উপজেলার তারেক হাওলাদার মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে অন্য মামলায় জরিমানা থাকার কারণে এরা আপাতত মুক্তি পাচ্ছেন না।
তবে ব্যাংকের মাধ্যমে জরিমানা পরিশোধ করার পর তাদেরকে মুক্তি দেয়া হবে। ইতোমধ্যে রণজিৎ কংশবনিক ও কুকন সিংহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলেও জানান এই জেলার৷