চুয়াডাঙ্গায় জীবাণুনাশক টানেল বুথ স্থাপন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

জীবাণুনাশক টানেল বুথ স্থাপন করছে সেনাবাহিনী।

জীবাণুনাশক টানেল বুথ স্থাপন করছে সেনাবাহিনী।

করোনা রোধে চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর সহযোগিতায় জীবাণুনাশক টানেল বুথ স্থাপন করা হয়েছে। পথচারীদের জীবাণুমুক্ত করতে এটি স্থাপন করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জীবাণুনাশক টানেল বুথের কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও সেনা কর্মকর্তা লে. কর্নেল আসিফ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, আগামীকাল থেকে সীমিত পরিসরে দোকান, শপিংমল খুললে লোকজনের চলাচল বেড়ে যাবে। এ কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বরে জীবাণুনাশক টানেল বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও প্রতিটি মার্কেট, শপিংমলের সামনে আগামী এক সপ্তাহের মধ্যে দোকান মালিক সমিতির নিজ উদ্যোগে জীবাণুনাশক টানেল বুথ স্থাপন করা হবে।

বিজ্ঞাপন