কুমিল্লার দেবিদ্বারে এক বাড়িতেই ১৫ জনের করোনা শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নতুন করে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলার ইউছুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের এক বাড়িতেই ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৩ মে) রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আহমেদ কবির।

জানা গেছে, গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মারা যান মুগসাইর (এগারগ্রাম বাজার) গ্রামের ফল বিক্রেতা লিল মিয়া। এরপর গত রোববার লিল মিয়ার পরিবার ও প্রতিবেশী ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে বুধবার রাতে ১৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা সকলে একই বাড়ির বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ কবির জানান, আমরা ওই গ্রামের ১৮টি নমুনার মধ্যে ১৫টি পজিটিভ পেয়েছি। গ্রামটি কঠোর লক ডাউনের আওতায় আনতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো জানান, আমরা আজকে সর্বমোট ৩৯টি নমুনার রিপোর্ট পেয়েছি। এরমধ্যে ১৯টি পজিটিভ। এই পর্যন্ত দেবিদ্বারে মোট আক্রান্তের সংখ্যা ৬১ জন। এর মধ্যে মারা গেছেন ৭জন।

স্থানীয় সূত্র জানায়, ফল ব্যবসায়ী লিল মিয়া ফেনী থেকে তরমুজ আনতে গিয়ে করোনায় আক্রান্ত হন বলে জানা গেছে। পরবর্তীতে তার থেকে পরিবার ও প্রতিবেশীরা আক্রান্ত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।