পীরগাছায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরা ধান কর্তন ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এসব কর্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। সকালে উপজেলা পরিষদ মাঠে প্রান্তিক কৃষকদের মাঝে ঢেঁড়স, কলমি শাক, লাল শাক, চিচিঙ্গা ও ঝিঙ্গা বীজ বিতরণ করা হয়। পর্যাক্রমে উপজেলার ৯ ইউনিয়নে এক হাজার কৃষকের মাঝে এসব বীজ বিতরণ হবে।

বিজ্ঞাপন

পরে উপজেলার পাকার মাথা নামক স্থানে কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়। করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান আলম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ।

বিজ্ঞাপন