আওয়ামী লীগের আরো এক এমপি করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুইজন সংসদ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হলেন। এর আগে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
সংসদ সদস্যের বড় ভাই ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি বলেন, 'পাঁচ দিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এর পর থেকে সে বাসায়ই চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।’
সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বার্তা২৪.কমকে বলেন, ‘নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। আমি ঢাকার বাসাতেই আইসোলেশনে আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।’
এবাদুল করিম বিকন সংসদ সদস্য ছাড়াও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী। তিনি বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিকন ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি।