সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের পিএস করোনায় আক্রান্ত

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আহাদ মো. সাঈদ হায়দার (আদনান)।

আহাদ মো. সাঈদ হায়দার (আদনান)।

আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদের একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাঈদ হায়দার (আদনান) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা।

বুধবার (২৭ মে) রাতে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন আহাদ মো. সাঈদ হায়দার (আদনান) নিজেই।

বিজ্ঞাপন

বর্তমানে আহাদ মো. সাঈদ হায়দার (আদনান) জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি। তার নবজাতক শিশু বারডেম হাসপাতালের আইসিইউতে রয়েছে।

আহাদ মো. সাঈদ হায়দার (আদনান) বার্তা২৪.কমকে বলেন, ‘মঙ্গলবার (২৬ মে) হঠাৎ শরীরে জ্বর অনুভব করি। এরপর সন্দেহ হওয়ায় পরীক্ষার জন্য আমি করোনার নমুনা দিয়ে আসি। আজ আমাকে জানানো হয়েছে আমি করোনা পজিটিভ। বর্তমানে ঢাকাতেই বাসায় আইসোলেশনে আছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী করোনার নরমাল যে চিকিৎসা সেটা নিচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গত ১১ মে আমাদের ঘরে প্রথম সন্তান জন্মগ্রহণ করে। বাচ্চাটা অপরিপক্ব (প্রিম্যাচিউর) হওয়ায় তাকে ইনকিউবেটরে রাখার প্রয়োজনীয়তা দেখা দেয়। বাচ্চাকে বারডেম-২ হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে। সেখানে দিনে ৩-৪ বার যেতে হয়। ধারণা করা হচ্ছে হাসপাতালে যাওয়া আসার পথে করোনায় আক্রান্ত হয়েছি। আমার স্ত্রীর নমুনাও পরীক্ষা করা হয়েছিল। তার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার নবজাতক বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।’