মামাতো ভাইয়ের পা কেটে নিল ফুফাতো ভাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে চিকিৎৎসা দেওয়া হচ্ছে আহত মিঠু মন্ডলকে

হাসপাতালে চিকিৎৎসা দেওয়া হচ্ছে আহত মিঠু মন্ডলকে

পারিবারিক পূর্ব বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর গ্রামে মামাতো ভাইয়ের বাম পা কেটে নিয়েছে ফুফাতো ভাই। গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে খুবজীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, খুবজিপুর গ্রামের সাইদুল মন্ডলের সঙ্গে যেগেন্দ্রনগর গ্রামে তার বোনজামাই জালাল মন্ডলের পূর্ব বিরোধ ছিল। এর জেরে জালাল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সঙ্গে সাইদুল মন্ডলের ছেলে বাবু মন্ডলের প্রায়ই কথা কাটাকাটি লাগতো।

ওসি আরও জানান, শনিবার রাত ১০টায় মিঠু মন্ডল বাড়ি থেকে বের হয়ে খুবজীপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা তার পথরোধ করে। এ সময় মিঠু পালানোর চেষ্টা করলে বাবু ও তার সহযোগীরা মিঠুকে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার বাম পা কেটে বিচ্ছিন্ন করে দেন। মিঠুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সদলবলে পালিয়ে যায় বাবু মন্ডল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিঠুকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে বাবু মন্ডলসহ তার সহযোগীরা পলাতক রয়েছেন। এখনো মিঠু মন্ডলের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।