নওগাঁয় উদ্ধারকৃত দুই মরদেহের পরিচয় মিলেছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

অটোরিকশায় করে মরদেহ নেওয়া হয় মর্গে, ছবি: বার্তা২৪.কম

অটোরিকশায় করে মরদেহ নেওয়া হয় মর্গে, ছবি: বার্তা২৪.কম

নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের পাশের একটি গভীর নলকূপের ঘর থেকে উদ্ধারকৃত দুই নারীর পরিচয় মিলেছে।

তারা হলেন-উপজেলার কোলা বাজার এলাকার কাঠমিস্ত্রি আব্দুল কাদিরের স্ত্রী সাথী আকতার (৩০) ও তাদের প্রতিবেশী নজরুলের স্ত্রী পরি বানু (৩৫)। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেল ৩টার দিকে ওই দুই নারীর রক্তাক্ত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় বদলগাছি থানা পুলিশ।

পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের সময় নিহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত সাথীর স্বামী আব্দুল কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত সাথীর পরিবাবের লোকজন বলছেন, বুধবার বিকেলে পরি বিবির সাথে সাথী বদলগাছি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে ফিরে আসেননি। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের মরদেহ পাওয়া গেল।

এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আলী আসরাফ জানান বার্তা২৪.কমকে জানান, এ হত্যার রহস্য উদঘাটনে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। এরই মধ্যে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। জড়িতদের দ্রুতই গ্রেফতার করা হবে।