জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানালেন ভূমিমন্ত্রী

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে ভূমি মন্ত্রণালয়। দেশব্যাপী ই-মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে মন্ত্রণালয়টি এ পুরস্কার পেয়েছে।

বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় 'ই-মিউটেশন' কার্যক্রমের জন্য ‘ডেভেলপিং ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল পাবলিক ইনস্টিটিউশনস’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটি অর্জন করেছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রাপ্তিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, আইসিটি বিভাগ, এটুআই, ভূমি সচিব এবং মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এই অর্জনের ধারাবাহিকতা রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রতিবছর ২৩ জুন জাতিসংঘ দিবসটি উদযাপন করে আসছে। এ সময়ে বিশ্বজুড়ে সরকারি খাতে গৃহীত সর্বোত্তম উদ্ভাবনী উদ্যোগসমূহকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

বিজ্ঞাপন