১৪ লক্ষাধিক টাকাসহ মোবাইল ব্যাংকিং ও কার্ড জালিয়াত চক্রের ১৩ জন আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ও ফরিদপুরে যৌথ অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং ও ডেবিট/ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের নয় হোতাসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাব। জালিয়াত চক্রটি এরই মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

রোববার (৭ জুন) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের মেজর রইসুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মোবাইল ব্যাংকিং ও কার্ড জালিয়াত চক্রের এ সদস্যদের ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়। তাদের কাছে থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।