দেবিদ্বারে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে ট্রাক্টর চালকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

দেবিদ্বারে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে ট্রাক্টর চালকের মৃত্যু

দেবিদ্বারে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে ট্রাক্টর চালকের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে একটি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপারের সময় ট্রাক্টরসহ সেতুটি ভেঙে পড়েছে। এতে ঘটনাস্থলেই ওই ট্রাক্টরের চালক রাসেল মিয়া (২৭) নিহত হয়েছেন। রাসেল দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজার উত্তর পাড়ার মো. শহীদ মিয়া ড্রাইভারের ছেলে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চান্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, উপজেলার গুনাইঘর বাজার থেকে বাঙ্গুরী গ্রামে যাওয়ার পথে চান্দার বাড়ি এলাকার ওই সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়রা সেতুটির ওপরে বাঁশের বেড়া দিয়ে বিপদ সংকেত হিসেবে লাল কাপড় টাঙিয়ে দেয়। এরপরও কিছু চালক সেতুর উপরে থাকা বেড়া সরিয়ে ঝুঁকি নিয়ে বিভিন্ন ভারী যানবাহন পারাপার করছিল। রোববার বালুবোঝাই ওই ট্রাক্টরটি সেতুর উপরে উঠা মাত্রই ট্রাক্টরের সামনের অংশটি সেতু ভেঙে নিচের দিকে দেবে যায়। এতে ট্রাক্টরের হেলপার লাফিয়ে বাঁচতে পারলেও ভাঙা সেতু ও ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক রাসেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও কিছু চালক অবৈধভাবে মালামাল পরিবহন করায় এই দুর্ঘটনা ঘটেছে। সেতুটি পুনরায় সংস্কার কাজের জন্য প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন