শ্রীমঙ্গলে শাশুড়ি ও স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন আজগর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাশুড়ি ও স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এ মামলার প্রধান আসামি আজগর আলী।

রোববার (৭ জুন) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জামসী এলাকায় একই ঘর থেকে জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তারের (২৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

ওসি মো. আব্দুছ ছালেক জানান, শনিবার রাতে এ হত্যা মামলার প্রধান আসামি আজগরকে তার গ্রাম সিন্দুরখান ইউনিয়নের তালতলা থেকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

খুনের বর্ণনায় তিনি বলেন, পূর্ব আক্রোশের জেড়ে বৃহস্পতিবার রাতে ঘরের পেছনের বেড়া ভেঙ্গে ভেতরে ঢোকেন তিনি। এরপর চুলায় ফুক দিয়ে আগুন জ্বালানোর লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়িকে ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করেন তিনি।