খুলনায় হরিণের চামড়াসহ চোরাকারবারি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনায় হরিণের চামড়া উদ্ধার

খুলনায় হরিণের চামড়া উদ্ধার

সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার প্রত্যন্ত অঞ্চল সুতারখালী গ্রামের কাঁচারীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়া ক্রয়-বিক্রয়ের সময় মো. ফারুক গাজী (৩০) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার (৮ জুন) গ্রেফতারকৃত আসামিকে দাকোপ থানায় হস্তান্তর করে র‌্যাব। দুপুরে এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, হরিণের চামড়া ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার দাকোপ ধানাধীন সূতারখালী গ্রামে অভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযানে হরিণের চামড়াসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া তিনটি হরিণের চামড়া জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফারুক দাকোপের কালাবগি গ্রামের মৃত কাওসার গাজীর ছেলে। তার নিকট থেকে বন্যপ্রাণী চোরাচালান সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাব-৬।

উল্লেখ‌্য, বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতির সুযোগে সুন্দরবন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী চোরাচালানের বেশ কয়েকটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তবে চোরাচালানকারীদের অপতৎপরতা রোধকল্পে র‌্যাবের গোয়েন্দা দল সুন্দরবন এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে।

বিজ্ঞাপন