ফুলবাড়িয়ায় অজ্ঞাত সেই তরুণীর পরিচয় মিলেছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ

 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি কচুক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত সেই তরুণীর পরিচয় মিলেছে। নিহতের নাম লাভনী আক্তার (২৬)। তিনি টাঙ্গাইল জেলার এলেঙ্গা পৌরসভার হিন্নাইপাড়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) রাতে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বামী লাল মিয়ার সঙ্গে দ্বন্দ্ব থাকায় লাভনী আক্তার গাজীপুরের কোনাবাড়িতে আলাদা থাকতেন ও একটি গার্মেন্টসে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে ওই এলাকায় ফেলে রেখে গেছে অপরাধীরা।

বিজ্ঞাপন

হত্যার রহস্য উদঘাটনে সিআইডিসহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন বলেও জানান ওসি।