লালমনিরহাটে ফেনসিডিলসহ গ্রাম পুলিশ গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ফারুক হোসেন (২৮) নামে এক গ্রাম পুলিশকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় শনিবার (১৩ জুন) দুপুরে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন এ তথ্য নিশ্চিত।
এ আগে শুক্রবার সন্ধ্যায় ফারুক হোসেন নামে ওই গ্রাম পুলিশকে বনচৌকি এলাকা থেকে গ্রেফতার করেন বিজিবি। গ্রেফতার ফারুক হোসেন ওই এলাকার সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকায় বিজিবি অভিযান চালায়। ওই সময় গ্রাম পুলিশ ফারুক হোসেনকে সন্দেহ করে আটক করে তল্লাশি করলে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বনচৌকি বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার সকালে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া গ্রাম পুলিশ ফারুক হোসেনকে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে থাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।