নাটোরের সিংড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার/ছবি: সংগৃহীত

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার/ছবি: সংগৃহীত

 

বিক্রির সময় নাটোরের সিংড়া উপজেলার শ্রীরামপুর বাজার থেকে ৭৪ পিস ইয়াবাসহ রেজাউল ইসলাম (৩৮) ও বাহাদুর (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

রেজাউল উপজেলার শ্রীরামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে এবং বাহাদুর একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তারা সিংড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শনিবার (১৩ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে শ্রীরামপুর বাজারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৪ পিস ইয়াবাসহ রেজাউল ও বাহাদুরকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।