করোনা রোগীর চিকিৎসায় ময়মনসিংহে ডেডিকেটেড হাসপাতাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা রোগীর চিকিৎসায় ময়মনসিংহে ডেডিকেটেড হাসপাতাল

করোনা রোগীর চিকিৎসায় ময়মনসিংহে ডেডিকেটেড হাসপাতাল

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ময়মনসিংহে করোনা ডেডিকেটেড হাসপাতাল চালু করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৫ম থেকে ৮ম তলাকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিজ্ঞাপন

এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাশেম, হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ, সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এখানে ১৫০ জন রোগী চিকিৎসা নিতে পারবেন। এতে ৭টি আইসিইউ, ৪০টি কেবিন ও ১০০ শয্যা রয়েছে। এছাড়াও আছে তিনটি ভেন্টিলেটর ও প্রতি শয্যায় কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।

বিজ্ঞাপন

বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ গোলন্দাজ বলেন, যেহেতু এখানে আইসিইউ, ভেন্টিলেটর ও পর্যাপ্ত অক্সিজেন প্রদানের ব্যবস্থা রয়েছে, এখন থেকে করোনায় আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।