খুলনায় একদিনে ৮০ জনের করোনা শনাক্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮০ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে খুলনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯২ জনে। এটি একদিনে খুলনায় সর্বোচ্চ শনাক্ত।

শনিবার (১৩ জুন) পিসিআর মেশিনে ২৮৪টি নমুনা টেস্ট হয়েছে। খুলনার নমুনা ছিল ১২৪টি, বাকিগুলো অন‌্য জেলার নমুনা।

বিজ্ঞাপন

করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটি খুলনার সমন্বয়ক এবং খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘খুমেকের পিসিআর ল্যাবে শনিবার ২৮৪টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে ৮০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।’

তি‌নি আরও বলেন, ‘পজিটিভ রিপোর্টে খুলনার ৪৫টি, বাগেরহাটের ৭টি, সাতক্ষীরার ৪টি, যশোরের ১৩টি, ঝিনাইদহের ৯টি, মাগুরার ২‌টি।

বিজ্ঞাপন

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গেছে ১২৪৪ জনের। সুস্থ হয়েছে ৩৮৫ জন ও বিভাগে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৬ জন।’