ঝিনাইদহে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

 

ঝিনাইদহে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জনে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

তিনি জানান, বুধবার সকালে যশোর ও কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১১১টি করোনা নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৫টি পজিটিভ।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিণাকুণ্ডুতে ২ জন, কোটচাঁদপুরে ২ জন এবং মহেশপুর উপজেলায় ১ জন রয়েছেন।

জেলায় মোট করোনা আক্রান্ত ১১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন।