দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার
পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) রাত ৩টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইয়াকুব মৃধা (৪০), মো. রুহুল আমিন (৪২), মো. অসীম ওরফে ওয়াসিম মোল্লা (৪৫)।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে থাকে। সম্প্রতি ১৫ জুন তারা খুলনা শহরের একটি দোকানে রাতের আঁধারে ডাকাতি করেছে মর্মে জানা যায়।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপির গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট ৭টি চুরি/ডাকাতি মামলা রয়েছে যা বর্তমানে বিচারাধীন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।