মানিকগঞ্জে ৫ দিন ধরে বন্ধ করোনা টেস্টের ফলাফল

  • খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রথম ও মাঝামাঝি সময়ে করোনা সংক্রামণ কিছুটা কম হলে ঈদের পর থেকে দ্রুত গতিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জে। জেলা হাসপাতালসহ প্রতিটি উপজেলা হাসপাতাল থেকে প্রতিদিন করোনা'র নমুনা নেওয়া হলেও ৫ দিন ধরে বন্ধ রয়েছে তাদের নমুনা পরীক্ষার ফলাফল।

এদিকে করোনা সংক্রামণ এড়াতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর এবং সাটুরিয়া উপজেলার সাতটি এলাকা রেড জোনের আওতায় রয়েছে। তবে জেলার বিভিন্ন এলাকা থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া ব্যক্তিরা তাদের ফলাফল না পাওয়ায় রয়েছে হতাশায়। অনেকে আবার অবাধে চলাফেরা করায় বাড়ছে সংক্রামণের ঝুঁকি।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রায় হাজার খানেক ব্যক্তি করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন। নমুনাগুলো সাভারের প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে পাঠানো হচ্ছে। তবে শুক্রবার (১২ জুন) থেকে তারা নমুনা পরীক্ষার ফলাফল না দেওয়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা যাচ্ছে না।

শুক্রবার সকাল থেকে বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মানিকগঞ্জ জেলা থেকে সাড়ে ৪ হাজারেরও বেশি নমুনা সাভারে পাঠানো হয়েছে। কিন্তু এসব নমুনা পরীক্ষার কোনো ফলাফল পাওয়া যায়নি। কিট সংক্রান্ত জটিলতার কারণে ফলাফল পেতে বিলম্ব হচ্ছে বলে জানান তিনি। তবে নমুনা সংগ্রহের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আটকে থাকা করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সবশেষ ১২ জুন প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৪০৪ জন। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১১২ জন, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় রয়েছেন ৮১জন করে, ঘিওর উপজেলায় রয়েছেন ৫৫ জন, হরিরামপুর উপজেলায় ৩৩, শিবালয় উপজেলায় ২৭ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ১১জন।