আশুলিয়ার নয়নজুলি খালে পড়ে শিশু নিখোঁজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট

নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট

সাভারের আশুলিয়ায় একটি খালে লাইসা (৫) নামের এক শিশু পড়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার কাজীবাড়ি সংলগ্ন এলাকায় নয়নজুলি খালে পড়ে ওই শিশু নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

নিখোঁজ লাইসা পিরোজপুর জেলার জুসখোলা থানার রাকিবের মেয়ে। রাকিব মুদি ব্যবসায়ী ও মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তারা স্থানীয় মাসুদের বাসায় ভাড়া থাকতো।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু লাইসা তার বাবার দোকানে যাওয়ার সময় নয়নজুলি খালে পড়ে যায়। এ সময় শিশুটির সঙ্গে থাকা অপর এক শিশু তাকে পড়ে যেতে দেখে বাড়ির লোকজনকে জানায়। ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুর একটি জুতা উপরে ও আরেকটি পানিতে দেখতে পান এলাকাবাসী। পরে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি।

বিজ্ঞাপন

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।