নিখোঁজের ৪ ঘণ্টা পরেও খালে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

  • স্টাফ করেসপন্ডেন্ট। বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

নিখোঁজের ৪ ঘণ্টা পরেও খালে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

নিখোঁজের ৪ ঘণ্টা পরেও খালে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

নিখোঁজের ৪ ঘন্টা অতিবাহিত হলেও আশুলিয়ার নয়নজুলি খালে নিখোঁজ শিশু লাইসার (৫) সন্ধান পাওয়া যায় নি। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুই সদস্য বিশিষ্ট ডুবুরি দল।

এর আগে বুধবার (১৭ জুন) দুপুর একটার দিকে আশুলিয়ার ঘোষবাগের বালুর মাঠ এলাকার নয়নজুলি খালে পড়ে নিখোঁজ হয় শিশু লাইসা।

বিজ্ঞাপন

নিখোঁজ লাইসা পিরোজপুর জেলার জুসখোলা থানার রাকিবের মেয়ে। রাকিব মুদি ব্যবসায়ী ও মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তারা স্থানীয় মাসুদের বাসায় ভাড়া থাকতো।

স্থানীয়রা জানায়, দুপুরে শিশু লাইসা তার বাবার দোকানে যাওয়ার সময় নয়নজুলি খালে পড়ে নিখোঁজ হয়। এসময় শিশুটির খেলার সাথী অপর এক শিশু তাকে পড়ে যেতে দেখে বাড়ির লোকজনকে জানালে ঘটনাস্থলে যান এলাকাবাসী। এসময় নিখোঁজ শিশুর একটি জুতা ওপরে ও আরেকটি পানিতে দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পড়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই সদস্য বিশিষ্ট আরও একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির এখনও সন্ধান পাওয়া যায় নি।

বিজ্ঞাপন

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আরেকটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তবে খাল থেকে সরু ড্রেনে স্রোতের টানে ভেসে যাওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।