দক্ষিণ কোরিয়া থেকে আসছে কিটসহ চিকিৎসা সামগ্রী
বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ কোরিয়া থেকে আসছে কিটসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি।
বুধবার (১৭ জুন) বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বিমানটি আগামী ১৮ জুন দেশে অবতরণ করবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বিষয়টি জানানো হয়েছে।
আইএসপিআর থেকে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে সহায়তা আসছে।
দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত করোনা শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) সহ অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। এসব চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করেছে।
আইএসপিআর আরও জানিয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা প্রদান করছে।