কেশবপুরে ট্রলি উল্টে চালক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যশোরের কেশবপুরে ট্রলি (পাওয়ার ট্রলার ইঞ্জিন দিয়ে তৈরি অবৈধ যানবাহন) উল্টে আলমগীর হোসেন (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন জাহানপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ট্রলি চালক।

বিজ্ঞাপন

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার জানান, বিকালে সাতবাড়িয়া মোড় থেকে বালু নিয়ে প্রতিবেশী জিল্লুর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন আলমগীর। পথে জাহানপুরে ট্রলি উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বার্তা ২৪.কমকে জানান, ঘটনাটি জানা নেই। খবর নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন